২০৮০ সালে বিশ্বে জনসংখ্যা হবে ১ হাজার ৩০ কোটি: জাতিসংঘ
প্রকাশিত: ১৩-৭-২০২৪ সকাল ৬:২৩
২০৮০ সালের মাঝামাঝি সময়ে বিশ্বে জনসংখ্যা হবে ১ হাজার ৩০ কোটি। এরপরই জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
বর্তমানে বিশ্বে জনসংখ্যা রয়েছে ৮২০ কোটি। আগামী ৬০ বছরে এ সংখ্যা বাড়বে। বৃহস্পতিবার (১১ জুলাই) জাতিসংঘ প্রকাশিত ‘বৈশ্বিক জনসংখ্যা সম্ভবনা ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি শতাব্দির পর ২১০০ সালে জনসংখ্যা ছয় শতাংশ কমে দাঁড়াবে ৭০০ কোটিতে। ২০১৩ সালে বিশ্বে এই পরিমাণ জনসংখ্যা ছিল।
জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্কিত বিষয়ক আন্ডার সেক্রেটারি লি জুনহুয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বেড়েছে। তিনি আরও বলেন, বিশ্বের বেশ কিছু দেশে বিভিন্ন কারণে জনসংখ্যা বেড়ে যাওয়ার পরিবর্তে কমে যাচ্ছে। বিশেষ করে চীনে।
এছাড়া বর্তমানে মানুষের গড় আয়ু ৭৩.৩ বছর রয়েছে। কিন্তু ২০৫৪ সালে এটি বেড়ে দাঁড়াবে ৭৭.৪ বছরে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বে বয়স্কো জনসংখ্যা বেড়ে যাবে। সে সময়ে ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সীদের সংখ্যা দাঁড়াবে ২২০ কোটিতে, যা ১৮ বছর বয়সী জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে।