যাত্রাবাড়ীতে আ’লীগের হামলার ২ সাংবাদিক আহত

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫-৮-২০২৪ রাত ৯:৪৫

249Views

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে দুই সাংবাদিক আহত হয়েছেন। এতে রয়েছেন দৈনিক সকালের সময় স্টাফ রিপোর্টার: বজলুর রহমান।  সোমবার দুপুর ২ টার সময় এ হামলা ঘটে। যাত্রাবাড়ীর কাঁচা বাজারের লোকদের সহযোগিতায় সাংবাদিকদেরকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়। দৈনিক সকালের সময় স্টাফ রিপোর্টার: বজলুর রহমান, নিজ পেশাদারী দায়িত্ব পালনকালে আহত হন এবং তার সাথে ফটো জার্নালিস্টও আহত হন। সরকার পতনের ছাত্রদের আনন্দ মিছিলের সংবাদ সংগ্রহ করাকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে যাত্রাবাড়ীর কাঁচা বাজারের দোকানদাররা জানান, সাংবাদিকদের ওপর আ’লীগের এই হামলা কাম্য নয়। তারা বাংলাদেশের নিরীহ ছাত্র-ছাত্রীকে নির্মমভাবে হত্যা করেছে । এরই সংবাদ ও ফুটেজ নিতে যেয়ে দৈনিক সকালের সময় স্টাফ রিপোর্টার বজলুর রহমান ও তার চিত্র গ্রাহক হামলার শিকার হন। এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয়রা।


আরও পড়ুন